ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল জর্ডান। তবে সেটি এখন খুলে দেওয়া হয়েছে।
জর্ডানের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ বলেছে, আজ শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে আকাশসীমা আবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে ফ্লাইট স্থগিত করার একদিন পর জর্ডানের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দিল।
জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি বলেন, দেশের আকাশসীমা লঙ্ঘন করতে দেওয়া হবে না। জর্ডান কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না।