প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম:
ইউরোপের অন্যতম উন্নত দেশ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি মুসলিমদের সন্তানদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার অন্যতম কেন্দ্র বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার (CCM IDF), Stains।
গত ৬ জুলাই ২০২৫, রবিবার, সেন্টার পরিচালিত মাদরাসা বিভাগের বার্ষিক অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মসজিদের ইমাম ও মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর আহমাদুল ইসলাম। কুরআন তেলাওয়াত করেন নাফিন বিন হারুন।
প্রধান অতিথি ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি মুহাম্মদ জালাল আহমেদ। বক্তব্য দেন মাদরাসা বিভাগের পরিচালক নুরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি ফয়েজ আহমদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, গারী আল হাসান, সিনিয়র শিক্ষক শেখ মোহাম্মদ বেলাল উদ্দিন, হাফেজ কারী বেলায়েত হোসাইন, হাফিজা প্রফেসর হানান, শেখ মারওয়ান প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। মাদরাসার সব শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থানপ্রাপ্তদের পাশাপাশি উপস্থিতি ও নৈতিকতার ভিত্তিতে প্রায় ৮০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত, ফরাসি ভাষায় সূরা অনুবাদ ও হাদীস পাঠ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।
পরিশেষে পুরস্কার বিতরণ ও হালকা আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
মন্তব্য করুন