আপন মানুষ
মুন্সী সোহাগ হোসেন
আইসিসিআর স্কলার গুজরাট প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়,ভারত
ফাউন্ডার এন্ড সিইও - পল্লীটেক্স
একই গাঁয়ের, একই মাটির হলে তবে ভাই?
না কি চাই এক পেটজন্ম, রক্তেরই পরিচয় পাই?
মুসলিম বলে ভাই ভাই, হিন্দু খোঁজে আত্মা,
খ্রিষ্টান বলে প্রেমই ঈশ্বর, বৌদ্ধের বাণী শান্তা।
কে কোথা থেকে এলো বলে কেনো এত প্রশ্ন?
জন্ম তো একাই হয়, মৃত্যু সঙ্গীহীন নি:সন্দেহ।
পাসপোর্টের পাতায় লেখা যত দেশকাল,
মন জানে—ভালোবাসাই সবচেয়ে বিশাল।
আপন হতে হলে কি লাগে, ধর্ম, জাত, মুখ?
মানবতার পথে যে হাঁটে, সে তো মানুষের সুখ।
মায়ার সংসারে পড়ে, কেনো খুঁজি রঙের পরিচয়?
হৃদয়ের চোখ মেলে চাইলেই তো মিলে এক ঐক্য রয়।
তোমার আমার পথ আলাদা, গন্তব্য একটাই,
প্রেম আর করুণা যেখানে, আপনত্ব থাকে তায়।
গায়ের রঙে কি মাপে মন? বিশ্বাসে কি হারায় প্রাণ?
ভালোবাসার ভাষা শুনলে, সব দেয় দেয় সনমান।
এসো তবে পরিচয়ের খাঁচা ভেঙে গড়ি হাতের বাঁধন,
নাম নয়, রক্ত নয়, চাই এক মানবিক আত্মবন্ধন।
শুধু মানুষ হয়ে মানুষকে ভালোবাসা দিই,
এই হোক আমাদের একমাত্র চিরন্তন পরিচয়।
মন্তব্য করুন